dutch bangla mobile account

আপনি নিজে নিজেই আপনার Banglalink &  Airtel নাম্বারে Recharge করতে পারবেন যদি আপনার একটি DBBL(Dutch Bangla Bank Ltd.) মোবাইল ব্যাংকিং একাউন্ট থাকে ।
DBBL মোবাইল ব্যাংকিং কি, কেন, কোথায় একাউন্ট খুলবেন ইত্যাদি তথ্য (PDF file) 
  • প্রথমে আপনি আপনার Airtel/Banglalink নাম্বার ব্যবহার করে DBBL মোবাইল ব্যাংকিং এর একটি একাউন্ট ওপেন করে নিন । একাউন্ট ওপেন করতে 100 টাকা লাগবে । 5 টাকা ফি হিসেবে কাটা যাবে 95 টাকা আপনার মোবাইল ব্যাংকিং এর একাউন্টে জমা হবে ।
  • 95 টাকা হতে আপনি  45 টাকা  Dutch Bangla ব্যাংকে বা এজেন্ট পয়েন্টে বা Dutch Bangla Bank  এর ‍ATM বুথ (এখানে উল্লেখ্য যে ‍ATM বুথ থেকে 100 টাকার নিচে উত্তোলন করা যায় না) হতে  উত্তোলন করতে পারবেন  অথবা  Banglalink &  Airtel নাম্বারে Recharge করতে পারবেন ।
  • DBBL মোবাইল ব্যাংকিং এর একাউন্ট ওপেন করার পর আপনার মোবাইলে *322#send বাটনগুলো চাপুন তবেই পেয়ে যাবেন ব্যালেন্স Recharge করার অপশনটি এবং নির্দেশনা অনুসরন করে Recharge করুন।

একাউন্ট পরিচালনার জন্য  Yearly কোন Charge দিতে হবে না এবং ‍ATM বুথ ব্যবহারের জন্যও কোন Charge দিতে হবে না।

Comments