software ছাড়া শুধূ ডস কমান্ড দিয়ে আপনার পেনড্রাইভকে Bootable windows 7 -এ তৈরি করুন

পেন ড্রাইভ-এর উপকারিতা কি কি তা আমাদের সবারই জানা আছে। এই পেন ড্রাইব-এর অনেকগুলো উপকারিতার মধ্যে একটি উপকারিতা হল এটা দিয়ে খুব সহজে এবং দ্রুততম সময়ে অপারেটিং সিস্টেম ইন্সটল করা যায়। কিন্তু এই সুবিধা ভোগ করার জন্য আমাদেরকে 3rd party software ব্যবহার করতে হয়। কিন্তু এখন আর 3rd party software ব্যবহার করতে হবে না আপনাকে Bootable windows 7 তৈরি করতে। আসুন দেখে নিই কিভাবে--
আপানার যা প্রয়োজন - ১। ৪ জিবি পেন-ড্রাইভ (NTFS ফাইল সিস্টেম -এ ফরম্যাট করা) এবং windows 7 installation ডিস্ক।
এখন শুরু করা যাক Bootable windows 7 তৈরি করা --
১। প্রথমে আপনি ডস কমান্ড ওপেন করুন। Start>>>all programs>>>accessories>>>Command prompt
২। এখন টাইপ করুন Xcopy X:\*.* /s/e/f Y:\
মনে রাখা প্রয়োজন যে, এখানে X দিয়ে সিডি ড্রাইভকে এবং Y দিয়ে পেন-ড্রাইভকে বুঝানো হয়েছে।
৩। এখন আপনার Bootable windows 7 তৈরি করা শুরু হবে বেশি হলে ৫-১০ মিনিট সময়  লাগবে।
এখন আপনি আপনার কম্পিউটার restart করে BIOS থেকে পেন-ড্রাইভ থেকে বুট করার জন্য কনফিগার করে দিন।

Comments

  1. Bepar ta r ek2 bujhie bolar jonno request roilo
    r kivabe win xp usb drive theke install kora jay?
    Thanx for the effort buddy

    ReplyDelete

Post a Comment